২০১২ সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে ভ্যাট নিবন্ধনের বাধ্যবাধকতা নিয়ে যা বলা হয়েছেঃ
ক) যাদের বার্ষিক বিক্রয় ৫০ লক্ষ টাকার কম, তাদের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক নয়।
খ) যাদের বার্ষিক বিক্রয় ৫০ লক্ষ থেকে ৩ কোটি টাকার মধ্যে, তারা টার্নওভার নিবন্ধন নিতে পারবে।
গ) যাদের বার্ষিক বিক্রয় ৩ কোটি টাকার বেশি, তাদের বাধ্যতামূলকভাবে ভ্যাট নিবন্ধন নিতে হবে।
তবে, নিন্মলিখিত ব্যক্তি/প্রতিষ্ঠানকে তার বার্ষিক টার্নওভার নির্বিশেষে (বিক্রয়ের পরিমাণ যাইহোক) বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধন ও কর প্রদান করতে হবেঃ
১) আমদানি রপ্তানি ব্যবসায় নিয়োজিত সকল ব্যক্তি / প্রতিষ্ঠান।
২) টেন্ডার / চুক্তি / কার্যাদেশের বিপরিতে পণ্য বা সেবা সরবরাহ করে এমন সকল ব্যক্তি/প্রতিষ্ঠান।
৩) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য/ সেবা সরবরাহ/উৎপাদন/আমদানি করে এমন সকল ব্যক্তি/প্রতিষ্ঠান। এবং
৪) সাধারন আদেশ-১৭ অনুসারেঃ
i) ৭৫ ধরনের পণ্য উৎপাদনকারীকে
ii) ৭৯ ধরনের সেবা প্রদানকারীকে
iii) ৭ ধরনের পণ্যের ব্যবসায়ী পর্যায়ের সরবরাহকারিকে
iv) সুপারশপ ও শপিংমলে অবস্থিত সকল ধরনের দোকান সমুহকে, এবং
v) যে সকল করযোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবসাস্থল সিটি কর্পোরেশন ও জেলা শহরের অবস্থিত তাদেরকেও বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধন নিতে হবে ।