Blog

ই-ট্রেড লাইসেন্স বন্ধ বা সেরেন্ডার করার নিয়ম

অনেক উদ্যোগতারা ব্যবসা বন্ধ করার পরও ট্রেডলাইসেন্স বন্ধ করে না বিড়ম্বনার কারনে। আসলে এটা বিড়ম্বনার বিষয় না নিজেকে নিরাপদ রাখা। অনেকেই পরে করবেন বলে বন্ধ করে না, কিন্তু যখন ২-৩ বছর পর রিনিউ করতে যায় তখন জরিমানার ভয়ে আর রিনিউ না করে নতুন করে থাকে। তখন ও বন্ধ করে না, কারন তখন বন্ধ করতে গেলে আগের জরিমানা দিয়ে এরপর বন্ধ করতে হয়। আমাদের অনেকেরই ধারনা কিছুই হবে না। এখন কিন্তু অনলাইনের যুগ। কিছুই বাদ যাবে না। একদিন দেখবেন পাহার সমান জরিমানা আপনার সামনে। কিন্তু চাইলেই একটি সহজ কাজের মাদ্ধমে এই জরিমানা এড়াতে পারেন।

অর্থবছরের মদ্ধে শুধুমাত্র একটি আবেদন লিখে সিটি কর্পোরেশনে জমা দিলেই কাজ শেষ। কোনো ফি এর প্রয়োজন নেই। এতে করে আপনি জরিমানা থেকে মুক্ত। বন্ধ করতে হলে অবশ্যই অর্থবছর শেষ হওয়ার আগে বন্ধ করতে হবে-জুন মাসের মধ্যে। এখন জরিমানা দিবেন না বন্ধ করবেন দায়িত্ব আপনার। যেকোনো সাহায্যর জন্য আমাদের সাথে যোগাযোগ দিতে পারেন। যদি আপনার বিগত বছরের বকেয়া থাকে তাহলে সেটা পরিশোধ করে ট্রেড লাইসেন্স আপডেট করার পর বন্ধের আবেদন করতে পারবেন।
আবেদন ফ্রমটি ডাউনলোড করে নিতে পারেন এখানে ক্লিক করে