Blog

নতুন ব্যবসা শুরু করতে কি কি ডকুমেন্ট লাগবে?

আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন নতুন ব্যবসা করার? আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।

ব্যবসা শুরু করতে চেয়ে বসে থাকলে কিন্তু চলবে না, আপনাকে করতে হবে নিখুঁত পরিকল্পনা, এতে করে আপনি পরবর্তী কাজ গুলো সুষ্ঠু ভাবে করতে পারবেন।

ব্যবসা করব শুধু ভাবলেই হবে না, সেই ভাবে মানসিক প্রস্তুতি নিতে হবে, একজন সফল ব্যবসায়ী হতে প্রয়োজন পরিশ্রমী মনোভাব, অদম্য ইচ্ছাশক্তি, যে কোনো সমস্যায় নিজেকে স্থির রাখার দক্ষতা ও ধৈর্য।

ধরে নিলাম ব্যবসায়ী হবার মানবিক গুনাবলি আপনার আছে, তাহলে চলুন জেনে নেই ব্যবসায়ী হিসেবে একটি প্রতিষ্ঠান দাড় করাতে কি কি প্রয়োজন :

১. #সুন্দর_নাম : আপনার প্রতিষ্ঠানটির সুন্দর নামকরন করুন। নামকরণের ক্ষেত্রে মনে রাখতে হবে,

* এমন নাম রাখতে হবে যা অন্য কোনো প্রতিষ্ঠানের নামের সাথে মিলে না যায়। এতে করে ক্রেতারা দ্বিধাগ্রস্ত হবে না।

* ব্যবসার সাথে নামটি যুক্তিযুক্ত হতে হবে।

*নামটি অবশ্যই আনকমন হতে হবে, তবে এমন নাম রাখা উচিত নয় যা মনে রাখা কঠিন হয়ে যায়।
দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় নাম আপনার প্রতিষ্ঠানের প্রচার ও প্রসার বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করবে।

মোটকথা নামটি সহজ, সাবলীল হতে হবে যাতে করে ক্রেতার মনে আপনার প্রতিষ্ঠান সহজেই জায়গা করে নিতে পারে।

২. #লিঃ_কোম্পানি / #একক_মালিকানা / #পাটনারশীপ

৩. #অফিস_ঠিকানা

৪. #ট্রেড_লাইসেন্স

৫. #TIN_সাটর্ফিকেট

৬. #VAT_সাটর্ফিকেট

৭. #ট্রেড_মার্ক

৮. #মেম্বার_শীপ ( যদি লাগে)

৯. #IRC/ #ERC ( যদি লাগে)

জেনে তো নিলেন ব্যবসা করতে কি কি প্রয়োজন, এবার আসুন জেনে নেই আপনার ব্যবসায় আমি ও আমার প্রতিষ্ঠান #Legal_question_advice আপনাকে কিভাবে সাহায্যে করতে পারি, আমাদের সেবাসমুহ :

👥 Company & Partnership Firms Registration.
👥 Helps to Get Share Transfer, IRC/ ERC, BOI, Trade Mark, Income Tax Matters.
এছাড়াও আয়কর (ব্যক্তি ও কোম্পানি) রিলেটেড যে সকল সেবা আমরা প্রদান করে থাকি।
🔲 ইনকাম ট্যাক্স রিটার্ন ও জমাদান।
🔲 ট্যাক্স এ্যাসেসমেন্ট ও টেক্স শুনানি।
🔲 ট্যাক্স আপিল ও ট্রাইবুনাল আপিল।
🔲 কোম্পানি করদাতা ট্যাক্স বেইজ হিসাব তৈরি করা।
🔲 ব্যক্তি/কোম্পানি করদাতা কর পরিকল্পনা তৈরি।
🔲 ট্যাক্স সার্টিফিকেট ও সার্টিফাইড কপি সংগ্রহ করা।