নতুন ট্রেড লাইসেন্সের খরচ কত হবে তা নির্ভর করে ব্যবসার উপর আর খরচের হার নির্ধারণ করে দেয়া হয়েছে সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬ আইন অনুসারে। এই আইনে ঢাকা শহরে কোন ট্রেড লাইসেন্স করতে কত খরচ হবে তা সুন্দর করে দেয়া আছে যার থেকে আপনি সরকারি মূল ফি কত হবে তা বুঝতে পারবেন। ঢাকা সিটি কর্পোরেশন থেকে কোন এক ধরনের ব্যবসা করলে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে সাধারণত ৬ – ১০ হাজার টাকা খরচ করতে হয়। তবে কেউ যদি এক নামে একাধিক ধরনের ব্যবসা করতে চায় তবে ধারণ অনুসারে খরচ সংযুক্ত হবে। তবে কেউ যদি কোম্পানি খোলে তবে সে সকল ধরনের ব্যবসা এক লাইসেন্সের অধীনেই স্বল্প খরচে করতে পারবে। ক্যাটাগরি অনুসারে ফি জানতে এই লিঙ্ক এ ভিজিট করুন। এই মূল খরচ ছাড়াও আপনার সাইনবোর্ড ফি (আয়তন অনুসারে), লাইসেন্স বই ফি ও এগুলো উপর ১৫% ভ্যাট প্রদান করতে হবে।