Blog

আয়কর রিটার্ন ফাইল না করলে, মিলবে না ব্যাংক লোন

জুলাই মাস চলছে —– তাহলে তো আপনার বার্ষিক আয়কর রিটার্ন ফাইল করার সময় এসেছে | সুতরাং এখন যা দরকার তা হলো – আপনার সকল আয়ের উৎসগুলিকে একত্রিত করা এবং নিয়মানুসারে মূল আয় থেকে বাদ যাবে সেই  সকল ব্যয় ও বিনিয়োগের বিষয়গুলিকে একত্রিত ও হিসাব করে আপনার কর প্রদানের দ্বায়বদ্ধতা নির্ধারণ করা |

কিন্তু আমাদের মধ্যে প্রতিবছর কতজন এই প্রক্রিয়াটি নিয়মিত করছেন ? ঠিক আছে, যদি আপনি নিয়মিত আপনার বার্ষিক ট্যাক্স রিটার্ন দাখিল করতে অভ্যস্ত না হন তবে এখন আপনার একটু সিরিয়াস হয়ে চিন্তার সময় – সকলের জন্যই – বেতনভুক কর্মচারী থেকে – প্রফেশনাল – আপনার ট্যাক্স রিটার্ন দাখিলের সময়সীমাটি হলো ৩১ জুলাই ২০২০ |

২০১৮ র এক বক্তৃতায় তৎকালীন অর্থমন্ত্রী স্বর্গীয় অরুন জেঠলি মহাশয় উল্লেখ করেছিলেন ৩১ জুলাই ২০১৮ র মধ্যে সেই বছরের আয়কর প্রদান করা বাধ্যতা মূলক – অন্যথায়  জরিমানা প্রদান করতে হবে | নির্ধারিত তারিখের পর থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ র মধ্যে ট্যাক্স প্রদান করা হলে ৫০০০ টাকার জরিমানা মূল প্রদেয় আয়করের সাথে যুক্ত করা হবে এবং ৩১ ডিসেম্বর ২০১৮ র পর হয়ে গেলে সেই ক্ষেত্রে ১০ হাজার টাকা জরিমানার উল্লেখ রয়েছে | কিন্তু এমন কোনো ব্যক্তি যার বার্ষিক যায় ৫ লক্ষ্য টাকার কম সেই ক্ষেত্রে ১ হাজারের জরিমানার স্ল্যাব রাখা হয়েছিল |

জরিমানার কথা সরিয়ে রেখে বলা যায় একজন দায়িত্ববান নাগরিক হিসাবে সময়মতো ট্যাক্স প্রদান করা / ট্যাক্স ফাইল সাবমিট করা আমাদের কর্তব্য | এটি আপনার আয়ের বৈধতার সাথে আপনার ফিনান্সিয়াল দিকের স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশ করবে ও মানসিক শান্তিও প্রদান  করবে | নিম্নের লেখনীতে  আমরা কীভাবে আপনার ট্যাক্সের রিটার্ন সময়মতো পূরণ করবেন  আপনার পক্ষে তার  উপকারী তা গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছি।

দায়িত্বশীল নাগরিক হন :

  •   বার্ষিক ট্যাক্স রিটার্ন পূরণ করা সকল ব্যক্তি তিনি কর প্রদানের আওতা ভুক্ত হন বা না হন সকলের কর্তব্য | কর প্রদান করা ট্যাক্স যোগ্য ব্যক্তির ক্ষেত্রে বাধ্যতামূলক | ব্যক্তিগত ভাবে প্রদেয় ট্যাক্সের অংশ গুলি জাতীয় উন্নতিসাধন কাজে লাগানো হয়ে  থাকে  পরিকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ইত্যাদি | ট্যাক্স রিটার্ন ফাইল করা ব্যক্তি তার ঘোষিত আয় সরকারি বৈধতা পায় , এবং সেই ব্যক্তির সেই যায় ভবিষ্যতে ইনকাম করার ক্ষেত্রে সরকারি বা কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় না |

ব্যাংক তথা অন্যান্য লোন পাওয়ার যোগ্যতা বৃদ্ধি 

  • ভবিষ্যতের কথা মাথায় রেখে মনে করা হয় কোনো না কোন ক্ষেত্রে একজন ব্যক্তি লোনের প্রয়োজন হতেই পারে | আপনার গৃহ ঋণ –  ব্যবসায়িক ঋণ – গাড়ি কেনার ঋণ – এমন কি সন্তানের উচ্চ শিক্ষার ক্ষেত্রে লোন / ঋণ নেওয়ার ক্ষেত্রেও ট্যাক্স রিটার্ন ফাইল থাকা বাধ্যতা মূলক | আপনার বার্ষিক আয় কর প্রদানের উপযুক্ত হোক বা না হোক ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল ব্যাতিত কোনো প্রকার লোন পাওয়ার যোগ্যতা আপনি অর্জন করবেন না |

আজকের দিনে — আয়কর রিটার্ন ফাইল ( ITR )  আর্থিক হিসাব ক্ষেত্রে একটি প্রাথমিক নথি – আয়ের প্রমানের প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ দস্তাবেজ হিসাবে স্থান পেয়েছে |  আয়কর রিটার্ন ফাইল ( ITR ) আপনার বাষিক আয়ের সরকারি প্রমাণপত্র | বর্তমানে ঋণ প্রদানকারী যে কোনো ব্যাংক – NBFC ( নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি ) যেকোনো প্রকার ঋণ সংক্রান্ত কথা বলার আগেই আপনার ITR সম্পর্কে জানতে চাইবেন – আপনার উত্তর নেতিবাচক হলে তারা কোনো ক্ষেত্রেই আপনার কাজ এগোতে পারবেন না | এই আয়কর রিটার্ন ফাইল ( ITR ) আপনার বার্ষিক যায় ও ঋণ পরিশোধের ক্ষমতা সম্পর্কে সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেয় | যে ক্ষেত্রে কোনো ব্যাংক  অথবা NBFC ( নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি ) আপনার আয়ের স্বচ্ছতা সম্পর্কে অবহিত এবং সন্তুষ্ট হবেন সেই ক্ষেত্রে আপনার আবেদনকৃত অর্থরাশি  ঋণ ফেরত ক্ষমতার যোগ্যতার বিচারে আপনাকে মঞ্জুর করবেন |

 

আয়কর সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য ফোন করুন 01715661740

 

লস অ্যাডজাস্টমেন্ট 

  • এই প্যারাগ্রাফ তা একজন ব্যবসায়ীর জন্য উপযুক্ত | আমরা সকলেই জানি ব্যবসায়ে লাভ – লোকসান হয়েই থাকে | এই ক্ষেত্রে আয়কর আইনের কিছু শর্তাবলী এবং শর্ত স্বাপেক্ষে একজন ব্যাবসায়ী পরবর্তী বছরের লাভ এর আয়ের সাথে বিগত বছরের লোকসানের সামঞ্জস্যতা করে আয় কর  প্রদানের সুযোগ পেয়ে থাকেন | এই ক্ষেত্রে একজন ব্যবসায়ী নির্দিষ্ট শর্ত স্বাপেক্ষে কোন নির্দিষ্ট বছরের লোকসান কে সামলে আগামী কয়েকটি নির্দিষ্ট বছরের অধুনিক মুনাফা থেকে সামগ্রিক ভাবে অ্যাড্যাস্টেড যায় কর রিটার্ন প্রদানের সুযোগ পেয়ে থাকেন – যা একজন ব্যবসায়ীর ওপর কিছুটা চাপ কমাতে সাহায্য করে |

তবে আবারও, এই সমন্বয় দাবি করা বা সেট অফ করার প্রাথমিক প্রয়োজনীয়তা হ’ল পৃথক সময়ে সময়ে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এই প্রয়োজনীয়তা মেনে চলতে কোনও ব্যর্থতা ভবিষ্যতের আয়ের বিপরীতে লোকসানটি সামঞ্জস্য করতে বা সেট আপ করতে অযোগ্য ঘোষণা করবে।

অবমূল্যায়নের ( depreciation ) দাবি 

  • ইনকাম ট্যাক্স আইনের মধ্যে যে সকল সম্পত্তির অবমূল্যায়ন হিসাব করা সম্ভব – একজন ট্যাক্স প্রদানকারী ব্যক্তি যদি সেই প্রকার কোন সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে তার বার্ষিক মূল আয় থেকে সেই বিশেষ সম্পত্তির অবমূল্যায়নের পরিমান অর্থরাশির অ্যাডজাস্টমেন্টের দাবি করে সুবিধা নিতে পারেন | কারণ এটি অনুমোদনযোগ্য ব্যয় এবং ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় কেউ ছাড়ের দাবি করতে পারে।

ট্যাক্স রিটার্ন ফাইলিং বাধ্যতামূলক 

  • আপনি যদি বেতনভোগী কর্মচারী হন এবং আপনার বেতন TDS (Tax Deducted at Source) কেটে নেওয়ার পরে প্রদান করা হয়, আপনার নিয়োগকর্তার কর্তৃক কেটে নেওয়া অতিরিক্ত অর্থরাশি নির্দিষ্ট বৎসরান্তে ITR দাখিল করার সময় সেই অর্থরাশি ফেরতপাওয়ার দাবি জানাতে হবে ,এটির জন্য আপনার  ট্যাক্স রিটার্ন দাখিলকরা বাধ্যতামূলক । এছাড়াও অনেক ক্ষেত্রে, কোনও ব্যক্তি যদি অস্থাবর সম্পত্তি লেনদেনের সাথে জড়িত থাকে, তবে ডকুমেন্টেশনের অংশ হিসাবে আইটিআর (ITR) বাধ্যতামূলক।

পেনাল্টি এবং আর্থিক আইনি ঝামেলা থেকে রক্ষা করে 

  • আপনার ইনকাম আয়কর প্রদানের উপযুক্ত হোক অথবা না হোক আপনাকে ITR দাখিল করার পরামর্শ প্রদান করা হচ্ছে | এখন আপনি যদি ট্যাক্স রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন অথবা লুকিয়ে যান এবং পরবর্তী সময়ে  ট্যাক্স কর্তৃপক্ষ আপনার আয়ের উত্স খুঁজে পায় তাহলে বিরাট অংকের জরিমানা, মামলা এবং এমনকি কারাদণ্ডের কারণ হতে পারে। সুতরাং সর্বদা সতর্ক দৃষ্টিভঙ্গি অবলম্বন করা এবং আপনার আইটিআর থেকে আয় ঘোষণা করার পরামর্শ দেওয়া হয়।

উপসংহার 

  •  হয়তো কেউ মনে করতে পারেন   তার ব্যক্তিগত বার্ষিক ইনকাম ট্যাক্স প্রদানকারী স্ল্যাবের নিচে তাই তিনি ট্যাক্স ফাইল দাখিল করবেন না – হয়তো ফাইল দাখিল করার ফী হিসাবে কোনো ব্যক্তিকে ৫০০ – ১০০০ টাকা প্রদান অনেকের কাছে ফালতু মনে হচ্ছে   – সেটি তার ব্যক্তিগত বিষয় কিন্তু সেই ক্ষেত্রে ওই ব্যক্তি ভবিষ্যতে আবেদন করে  লোন পাওয়ার সুযোগ হারালেন এবং হতে পারে নির্দিষ্ট বছরের ITR ফাইল দেখাতে না পাড়ার কারণে অত্যন্ত প্রয়োজনীয় লোন অনুমোদনের  আবেদন ব্যাংক নাকচ করে দিতে পারে|
  •  সুতরাং আপনি বাৎসরিক যে পরিমান আয় করুন না কেন সেটি – ৫০ হাজার হোক  বা ৫ কোটি বা আরও বেশি  এই ITR  ফাইল থাকলেই  যেকোনো লোন সহজে আপনার বার্ষিক আয়ের ITR ( আয়কর রিটার্ন ফাইল) প্রমাণপত্রের ওপর নির্ভর করে  আপনার লোন রিটার্ন ক্ষমতার বিচার করে পেতে সুবিধা হবে – এবং আপনার ইনকাম জাতীয় হিসাব রক্ষণের সাথে সংযোজিত হয়ে  স্বচ্ছতা পাবে বর্তমানে এই প্রমাণপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ |
  • দ্রুত ITR ফাইল করে রাখুন – ভবিষ্যতে এর ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাবে |